পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 8477 জন চাকরির নোটিফিকেশন জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে 8477 জন মোট প্রার্থীর মধ্যে 2989 জন নেবে গ্রপ সি বা ক্লার্ক পদে এবং বাকি5488 জন নেবে গ্রুপ ডি পদে। এই পদগুলি হবে সম্পূর্ণ নন-টিচিং পদে। এই পদগুলির জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইন এর মাধ্যমে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে আগামী 16ই সেপ্টেম্বর 2025 থেকে এবং তা চলবে 31শে অক্টবর 2025 পর্যন্ত। WB SSC Recruitment 2025 for 8477 Post

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) আনুষ্ঠানিকভাবে রাজ্য জুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 8,477 টি অ-শিক্ষক কর্মী নিয়োগের ঘোষণা করেছে। শূন্যপদগুলি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে রয়েছে, যা শিক্ষা খাতে সরকারী কর্মসংস্থানের জন্য আগ্রহী প্রার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে।
ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি পদের জন্য অনলাইন আবেদন উইন্ডো 16 সেপ্টেম্বর, 2025 এ খোলা হবে এবং 31 অক্টোবর, 2025 পর্যন্ত সক্রিয় থাকবে। যোগ্য প্রার্থীদের WBSSC এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছেঃ Westbengalssc.com
শূন্যপদ এবং বিভাগগুলির বিভাজন
বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদের সংখ্যা 8,477। এর মধ্যে রয়েছে গ্রুপ সি (ক্লার্ক)-এর অধীনে 2,989টি পদ এবং গ্রুপ ডি-এর অধীনে 5,488টি পদ (পিওন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং অনুরূপ ভূমিকা)। পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে অ-শিক্ষক পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Vacancy Details
Post Category | Number of Vacancies |
---|---|
Group C (Clerk) | 2989 |
Group D (Peon, Laboratory, Attendant) | 5488 |
Total | 8477 |
Important Dates to Remember
Event | Date |
---|---|
Notification Release | August 31, 2025 |
Application Start Date | September 16, 2025 |
Last Date to Apply | October 31, 2025 |
Fee Payment Last Date | October 31, 2025 |
Correction Window Open | Notification Coming Soon |
Admit Card Releas | Notification Coming Soon |
Exam Date | Notification Coming Soon |
WBSSC Group-C & Group-D এর জন্য কি যোগ্যতা লাগবে?
WBSSC Group-C & Group-D এর আবেদন করার জন্য 2025 সালের অনুযায় 18 বছর থেকে 40 বছর এর বয়স হতে হবে।
যে সব ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক উতীর্ণ হয়েছে সেই সব ছেলে-মেয়েরা আবেদন করতে পারবে।