WBPSC Clerkship 2025 Notification : The short notification for the WBPSC Clerkship 2025 was released on December 23, 2024, and a detailed notification is expected in August 2025. The application period is scheduled for August 8 to August 29, 2025, with the exam set to take place on December 28, 2025. The full details regarding eligibility, application process, and syllabus will be available in the detailed notification. wbpsc clerkship 2025 mains exam. wbpsc clerkship december mains exam. details below-
পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ মেইনস পরীক্ষা ডিসেম্বর: পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন এর 2023 সালের ক্লার্কশিপ প্রথম ধাপের পরীক্ষা হয়েছিল তার ফলাফল বের হয়েছে, যেখানে উত্তীর্ণ্ হয়েছে 89821 জন প্রার্থী। এবার উত্তীর্ণ প্রার্থীদের মেইনস বা দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ডিসেম্বরে।
পরীক্ষায় কাট অফ নম্বর হয়েছে :- জেনারেল প্রার্থীদের 49, ওবিসি প্রার্থীদের 48, এসসি প্রার্থীদের 47, এসটি প্রার্থীদের 29, ইডাব্লুএস প্রার্থীদের 11.75, প্রতিবন্ধী এ+বি প্রার্থীদের 2.75, প্রতিবন্ধী ডি প্রার্থীদের -23.5, প্রাঃসঃক -2, তপশিলি প্রাঃসঃক-7.5, মেধাবী খেলোয়াড় -5, ইডাব্লুএস প্রাঃসঃকঃ 6.75।
দ্বিতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন হবে ডেসক্রিপ্টিভ টাইপের 1 ঘন্টার পরীক্ষা। পরীক্ষা হবে-
- ইংরেজি 50 নম্বরের, এই পেপারে থাকবে রিপোর্ট, সামারি, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ।
- বাংলা/হিন্দি/নেপালি/উর্দু/সাঁন্তার 50নম্বর, এই পেপারে থাকবে রিপোর্ট, সামারি, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ।
প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় পাশ করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রত্যেক পেপারে থাকবে আলাদা আলাদা পাশ নম্বর, কোনো একটিতে পাশ নম্বর না পেলে সে সফল হতে পারবেনা।।
WBPSC Clerkship Mains Exam (Part-II) Details
| Group | Subject | Type | Marks | Duration |
| Group A | English | Conventional/Descriptive | 50 | 1 Hour |
| Group B | Bengali/Hindi/Urdu/Nepali/Santali | Conventional/Descriptive | 50 | 1 Hour |
| Total | 100 | 1 Hour |