Aikyashree Scholarship Apply 2025-26 Session : ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শুরু, সরকার দেবে 60000 টাকা পর্যন্ত অনুদান

Aikyashree Scholarship Apply

Aikyashree Scholarship Apply : পশ্চিমবঙ্গের মেধাবী পড়ুয়াদের জন্য সরকার অনেক প্রকল্প চালু করেছে, যাতে আর্থিক অভাব ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধা না করে। পশ্চিমবঙ্গ সরকারের সেরকমই একটি প্রকল্প হল “ঐক্যশ্রী স্কলারশিপ” ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এর আবেদন শুরু হলো।। ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাবে?, কিভাবে আবেদন করবেন? কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আজকে বিস্তারিত তুলে ধরা হলো। যা আমরা Minority Scholarship Form বলে জানি।

West Bengal Minorities' Development & Finance Corporation

Aikyashree Scholarship Apply

What is Aikyashree Scholarship? (ঐক্যশ্রী স্কলারশিপ কি?)

ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু (Minority) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী থেকে দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, কলেজ স্তর, প্রফেশনাল ডিগ্রী কোর্স, রিসার্চ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই পাবে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করে তোলা এবং স্কুল ছুটের সংখ্যা কমানো।

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর (West Bengal Minorities’ Development & Finance Corporation) থেকে ছাত্র-ছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এর আবেদন ছাত্র-ছাত্রীরা অনলাইনে তাদের পোর্টালেই করতে পারবে। এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে-

  1. প্রিম্যাট্রিক স্কলারশিপ (Pre matric): প্রিম্যাট্রিক বিভাগের মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা।
  2. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post matric): পোস্ট ম্যাট্রিক বিভাগের মধ্যে রয়েছে একাদশ শ্রেণি থেকে কলেজ স্তরের সমস্ত ছাত্রছাত্রীরা। তবে এই পোস্ট ম্যাট্রিক স্কলার্শিপের আবার দুটো ভাগ আছে-
    মাধ্যমিক পরবর্তী সাধারণত কেউ যদি 60 শতাংশের কম নাম্বার পায় তাহলে তার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ।
  3. মাইনরিটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM): কিন্তু কোন ছাত্র বা ছাত্রী যদি 60% বা তার বেশি নম্বর পায় তাহলে সে পাবে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (SVMCM)।

Who is eligible for Aikyashree scholarship? (কে ঐক্যশ্রী স্কলারশিপ এর যোগ্য?)

To be eligible for the Aikyashree scholarship, you must be a West Bengal domicile studying in a recognized institution, have scored at least 50% in the previous final examination, and belong to one of the minority communities. Additionally, family annual income must be below 2.5 Lac, which varies depending on the scholarship category (pre-matric, post-matric, merit-cum-means)

  •  ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর সম্প্রদায়; যেমন- মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হতে হবে।
  •  ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  •  ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।


উপরিউক্ত যোগ্যতা গুলি যে ছাত্র বা ছাত্রীর থাকবে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপ পাবে।

  • প্রেথম শ্রেণি থেকে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের renewal করার জন্য কোনও আবেদন করার প্রয়োজন নেই।
  • পুনর্নবীকরণের (renewal) যোগ্য ছাত্র-ছাত্রীরা এসএমএস-এর মাধ্যমে কনফার্মেশন পাবে।
  • যেসব ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণি বা নতুন স্কুলে ভর্তি হয়েছে ও যে সকল ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হতে চলেছে তাঁদেরই অনলাইনে আবেদন করতে হবে।

Aikyashree Scholarship 2025 last date is- 31 November 2025

How to Apply Aikyashree Scholarship? ঐক্যশ্রী স্কলারশিপ এর আবেদন কিভাবে করব?

ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করার পদ্ধতিটি মূলত অনলাইনে হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়।

আবেদনের প্রধান ধাপগুলি নিচে দেওয়া হলো:

১. অফিসিয়াল ওয়েবসাইটে যান:

  • প্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (WBMDFC) ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে (সাধারণত  wbmdfcscholarship.in এর মাধ্যমে) যান।

২. রেজিস্ট্রেশন (নতুন আবেদনকারীদের জন্য):

  • যদি আপনি নতুন আবেদনকারী হন, তবে ‘নতুন রেজিস্ট্রেশন’ (Fresh Registration) বিকল্পে ক্লিক করুন।

  • আপনার জেলা নির্বাচন করুন এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি) ও শিক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

  • রেজিস্ট্রেশন শেষে একটি অস্থায়ী ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) পাবেন, যা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইলে পাঠানো হবে।

৩. লগইন:

  • প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘স্টুডেন্টস লগইন’ (Student’s Login) বিভাগে লগইন করুন।

  • প্রথম লগইনের সময় আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে।

৪. আবেদনপত্র পূরণ:

  • লগইন করার পর, আবেদনপত্রের বিভিন্ন অংশ যেমন:

    • বেসিক ইনফরমেশন (Basic Information)

    • একাডেমিক ইনফরমেশন (Academic Information)

    • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (Bank Account Information – আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক)

  • সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।

৫. স্কিম নির্বাচন ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড:

  • আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপের প্রকারভেদ (যেমন: প্রি-ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক, মেরিট-কাম-মিনস ইত্যাদি) নির্বাচন করুন।

  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলির স্ক্যান কপি (যেমন: শেষ পরীক্ষার মার্কশীট, আয়ের শংসাপত্র, ডোমিসাইল/বাসিন্দার শংসাপত্র, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা, ভর্তির রসিদ, আধার কার্ড, ইত্যাদি) আপলোড করতে হতে পারে।

৬. আবেদনপত্র চূড়ান্ত জমা (Final Submission):

  • পূরণ করা আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করুন।

  • সবকিছু সঠিক থাকলে আবেদনটি সাবমিট (Submit) ও লক (Lock) করুন। একবার লক হয়ে গেলে আর কোনো পরিবর্তন করা যাবে না।

৭. প্রিন্টআউট ও প্রতিষ্ঠানে জমা দেওয়া:

  • চূড়ান্ত জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিন।

  • এই প্রিন্টআউট এবং তার সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র (স্ব-প্রত্যয়িত বা Self-Attested কপি) আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল/কলেজ) প্রধানের কাছে জমা দিন।

নবায়ন (Renewal) আবেদনকারীদের জন্য:

  • যদি আপনি আগের বছর স্কলারশিপ পেয়ে থাকেন, তবে ‘নবায়ন’ (Renewal Application) বিকল্পে ক্লিক করে আপনার পুরনো আইডি ব্যবহার করে লগইন করতে হবে।

  • আপনার শেষ পরীক্ষার ফলাফলের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপডেট করে আবেদন নবায়ন করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয়:

  • যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন বা পার্সি) হতে হবে। পরিবারের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে (সাধারণত ২ লক্ষ বা ২.৫ লক্ষ টাকা, স্কিমের প্রকারভেদে)।

  • হেল্পলাইন: কোনো সমস্যা হলে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া টোল-ফ্রি হেল্পলাইন নম্বর: 1800-120-2130 এ যোগাযোগ করতে পারেন।

  • সময়সীমা: প্রতি বছর আবেদনের সময়সীমা ঘোষণা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত নির্দিষ্ট নির্দেশিকাগুলি অবশ্যই দেখে নেবেন।

Q:- What are the eligibility criteria for a scholarship?
Ans:- Scholarship requirements typically include academic merit, financial need, enrollment in an eligible program a full-time degree at an accredited institution, and citizenship or residency status. Some scholarships may also require specific essays, extracurricular activities, or participation in certain competitions or arts.

Q:- Who is not eligible for a scholarship?
Ans:- If attending the equivalent courses more than once, Not eligible for scholarships. 7. Only two male members of the same family are eligible for the scheme.

Q:- What is the last date for Aikyashree 2025?
Ans:- Aikyashree Scholarship Application Period: June 25, 2025, to November 31, 2025.