উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্তি একটি বড় আপডেট দিয়েছে। 2024-2025 শিক্ষাবর্ষে র আবেদন নিয়ে লাষ্ট ডেট ঘোষনা করল। অফিসিয়ালি ভাবে খুব শীঘ্রই নতুনদের জন্য নতুন আবেদন এর ঘোণনা করতে চলেছে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-2025: এর তারিখ ঘোষনা হল।
নতুনদের জন্য কবে আবেদন শুরু হবে?
Higher Education Department বিকাশভবন থেকে প্রকাশিত অফিসিয়াল পেজে জানানো হয়েছে যে SVMCM Renewal Application ও Fresh Application 2024-2025 জমা নেওয়ার শেষ তারিখ নির্ধারণ করাহয়েছে 18-09-2025. এর পর আর কোনো আবেদন নেওয়া হবেনা। তাই যারা আদেবন করতে বাকি আছ তারা শীঘ্রই আবেদন করে নিন।
নতুনদের আবেদন প্রথমে স্কুল লেভেলের ছাত্র-ছাত্রী জন্য চালু হবে।তারপর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য চালু করা হবে।
অনলাইন এর মাধ্যমে নতুন আবেদন জমা নেওয়া হতে চলেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে 2025
The last date for SVMCM (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) 2024-25 applications is August 10, 2025, for fresh applicants and January 31, 2025, for renewal applications, according to yojanahelpdesk.com and Careers360, which also mentions an application start date of July 12, 2025, for the 2025-26 academic year, as detailed in these sources.
- Application Start Date: 12 July 2025.
- Application End Date: 10 August 2025.
For Renewal Applications (2025-2026)
Application Start Date: Expected to start in November 2025.
- Application End Date: Not specified yet, but the renewal application form will be released and should be submitted annually to continue receiving benefits.
- Visit the official SVMCM website: svmcm.wbhed.gov.in. Follow the application procedure instructions to fill out the form and upload necessary documents.